ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

৭ কেজি প্লাস্টিক-কফির কাপ খেয়ে হরিণের মৃত্যু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

উত্তর থাইল্যান্ডের ন্যাশনাল পার্কের একটি মৃত হরিণের পাকস্থলিতে ৭ কেজি ওজনের বিভিন্ন ময়লা-আবর্জনা পাওয়া গেছে। তার ভেতর প্লাস্টিক এবং ওয়ান-টাইম কফির কাপ ছিল। এসবের পাশাপাশি হরিণটির পেটে পুরুষদের আন্ডারওয়্যারও ছিল বলে বিবিসি জানিয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, হরিণটি মারা যাওয়ার আগে দীর্ঘ সময় প্লাস্টিক খেয়েছিল। চলতি বছরের শুরুতেও থাইল্যান্ডের একটি হরিণ প্লাস্টিক খেয়ে মারা যায়। এই ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ বেশ চাপে পড়েছে। প্রাণীদের দিকে খেয়াল না করার অভিযোগ উঠেছে তাদের প্রতি।

দেশটির প্রাণিবিদরা বলছেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার এখনই সময়। না হলে প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়বে।

গত জুলাই মাসে পশ্চিম জাপানের একটি বিখ্যাত পার্কে পলিথিন ব্যাগ খেয়ে নয়টি হরিণ মারা যায়। পর্যটকরা চিনিমুক্ত বিস্কুট তাদের খেতে দিত, এই বিস্কুটের সঙ্গে প্লাস্টিকের মোড়কও গিলে ফেলতো হরিণগুলো। 

পশু চিকিৎসকরা বলেন, হরিণের পাকস্থলীতে চারটি প্রকোষ্ঠ থাকে। খাওয়া জিনিস হজম করতে না পারলে অপুষ্টি ও রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে মারা যেতে পারে।

এএইচ/