ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৬ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন-বিটিভি, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কার্যালয়ের সূত্রে আরো জানানো হয়, বর্তমান সরকারের সাফল্য এবং জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিস্তারিতভাবে তিনি তাঁর বক্তব্য তুলে ধরবেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়ে ১২ জানুয়ারি থেকে সরকার পরিচালনা শুরু করে আওয়ামী লীগ।