রোহিঙ্গা সমস্যার সমাধান শিগগিরই হবেঃ পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
শিগগিরই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ’কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য মিয়ানমার আগ্রহ দেখিয়েছে। এ’লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে বর্ডার লিয়াজোঁ অফিস ও নিরাপত্তা সহযোগিতা ইস্যুতে দুটি সমঝোতা স্মারক সই করতে সম্মত হয়েছে মিয়ানমার। মিয়ানমার সরকারের বিশেষ দূত ইউ কিও তিনের সঙ্গে বুধবারের বৈঠকের প্রেক্ষিতে এ’সব বিষয় জানান পররাষ্ট্রমন্ত্রী।