ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

বাংলা গান গেয়ে আলোচনায় রাহাত ফতেহ আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯ এএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সুফি গানের শিল্পী পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান। যার গ্রহণযোগ্যতা সীমানা ছাড়িয়ে চির শত্রু ভরতেও সমান। বাংলাদেশের শ্রতাদের কাছেও তিনি জনপ্রিয়। তার মোহিত কণ্ঠের সুর সকল শ্রতাকে বিমহিত করে। 

এবার বাংলায় তিনি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘তোমারই নাম লেখা’। বাংলাদেশের গীতিকবি রবিউল আউয়ালের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন পাকিস্তানের সংগীতশিল্পী সালমান আশরাফ।

এর আগে বাংলাদেশি ভক্তদের গান শোনাতে ঢাকায় কনসার্টে বেশ কয়েকবার গেয়েছেন ফতেহ আলী। বাংলা গানটির শিরোনাম ‘তোমারই নাম লেখা’। 

গেল সোমবার এসএমএসবি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। সম্প্রতি পাকিস্তানের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।

গানটি প্রকাশ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা তৈরি হয়েছে। গানের প্রশংসার করে গানটির সংশ্লিষ্টদের অভিনন্দন জানাচ্ছেন অনেকেই।

এমএস/এসি