বাংলাদেশকে ৮৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল
প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৯ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শতরানের উদ্বোধনী জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গি দেয় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার লিজেল লি ও এন্ড্রি স্টেইননের হাফ সেঞ্চুরির পর ডু প্রিজের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৫১ রান তোলে প্রোটিয়ারা। জবাবে স্বাগতিকদের ভঙ্গুর ব্যাটিং ৬ উইকেটে ১৬৫ রানের বেশী করতে পারেনি। ফলে ৮৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রুমানাদের। দলের পক্ষে নিগার সুলতানা সবোর্চ্চ অপরাজিত ৫৯ রান করেন।