দেশে প্রথমবারের মতো ৩ দিনব্যপী বাংলাদেশ চা প্রদর্শনী
প্রকাশিত : ০৯:২৬ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৬ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ৩ দিনব্যপী বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৭।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ প্রদর্শনীতে দেশীয় চায়ের ইতিহাস ঐতিহ্য ও নানা গন্ধ ও স্বাদের চা প্রদর্শনীর জন্য আনা হয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন চা গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত ২০ জাতের চা উৎপাদন প্রক্রিয়ার চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন চা বাগানের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি, ব্লেন্ডার ও চা শিল্পের সংশ্লিষ্টদের অভিজ্ঞতা উঠে এসেছে প্রদর্শনীতে। প্রদর্শনীতে বাংলাদেশীয় চা সংসদ, ডানকান, ইসপাহানী, এইচ আর সি সহ ১৬ টি স্টল ও ৩০ টি প্যাভিলয়ন রয়েছে। ১৪ জানুয়ারী শেষ হবে চা প্রদশর্ণী।