ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

বিএনপি নেতা হাফিজ উদ্দিন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার শেখ মো. শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইকোর্টের সামনে থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকেও আটক করা হয়। তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এ তথ্য দেন গণমাধ্যমকে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ২টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনের সড়কে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এ ঘটনায় দলটির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়। ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করে। মামলা নং ৩২।