ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

প্রধানমন্ত্রীকে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্টের ফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৫ এএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিল্ডা সি হেইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে  হিল্ডা সি হেইনে ফোন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট আজ বিকেলে প্রধানমন্ত্রীকে ফোন করে কুশল বিনিময় করেছেন।’

তিনি বলেন, হিলডা হেইন বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মার্শাল দ্বীপপুঞ্জের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এসি