ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

কলারোয়ায় লটারিতে ১৯২১ জন কৃষকের ভাগ্য নির্ধারণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সাতক্ষীরার কলারোয়ায় ২৮ হাজার কৃষকের মধ্য থেকে সরকারিভাবে আমন ধান ক্রয় করতে লটারির মাধ্যমে ১৯২১ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (২৮নভেম্বর) বেলা সকাল ১১টায় এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে লটারি কার্যক্রম অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজনীন খুকু, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সমাজসেবা অফিসার ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, সমবায় অফিসার নওশের আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুদ্দীন মোড়ল, ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, মাস্টার নুরুল ইসলাম, শেখ ইমরান হোসেন, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, আফজাল হোসেন হাবিল, এসএম মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সকল ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন ব্লকের কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ধান-চাল সংগ্রহ কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান। এসময় কৃষি কর্মকর্তা বলেন, পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১৯২১ জন কৃষক এ বছর আমন ধান বিক্রি করতে পারবেন। প্রতি একজন কৃষক এক মেট্রিক টন করে ধান বিক্রি করতে পারবেন।

আরকে/