ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন ভাইস প্রেসিডেন্ট

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামা এ সম্মাননার আকস্মিক ঘোষণা দেন। এ সময় জো বাইডেন আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় বাইডেনকে একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক এবং কর্মবীর হিসেবে উল্লেখ করেন বারাক ওবামা। এর আগে এই সম্মাননা প্রেসিডেন্ট ডোনাল্ড রিগ্যান, দ্বিতীয় পপ জন পল এবং কোলিন পাওয়েলকে দেয়া হয়।