ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমিতির মিলনায়তনে নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। এবারের মোট ভোটার  ১৭৪ জন। 

নির্বাচনে ১৫টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমন্বয় আইনজীবী পরিষদ প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মোল্লা আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল বাশারের বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতিদে পদে অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মইন উদ্দীন মইনুলসহ ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ চৌধুরী জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা পর্যন্ত ৫৭টি ভোট পড়েছে। জুম্মার নামাজের বিরতির পর ভোট গণনা শেষে সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

এআই/