ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

শিল্পায়নসহ উন্নত দেশ গড়তে রসায়ন শিক্ষা গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে বলে

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:২৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার

শিল্পায়নসহ উন্নত দেশ গড়তে রসায়ন শিক্ষা গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। সপ্তম কেমিস্ট্রি অলিম্পিয়ার্ডের সমাপনী দিনে তারা বলেন, শুধু জাতীয় সমৃদ্ধিই নয়, দৈনন্দিন প্রায় সব কাজেই রসায়নের ভূমিকা রয়েছে। এমন আযোজন বাংলাদেশের মেধাবীদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করবে বলেও মনে করছেন আযোজক-পৃষ্ঠপোষকরা। ৭ম বারের মত হয়ে গেলো কেমিস্ট্রি অলিম্পিয়ার্ড বাংলাদেশ। দেশের ৯টি স্থানে অনুষ্ঠিত হওয়া এই আযোজনের ঢাকা অঞ্চলের পরীক্ষা কেন্দ্র ছিল কার্জন হল প্রাঙ্গন। উচ্চ মাধ্যমিকের প্রায় ১১ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে এবারের অলিম্পিয়ার্ডে। সীমাবদ্ধতার কারনে বিশ্ব কেমিস্ট্রি অলিম্পিয়ার্ডে পিছিয়ে বাংলাদেশ। তাই এধরনের প্রতিযোগিতার আরো প্রয়োজন বললেন আয়োজকরা। অলিম্পিয়ার্ডের পৃষ্টপোষক ইসলামী ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনও   বলছে কেমিস্ট্রির গুরুত্বের কথা। এ ধরনের আয়োজন বেশি হলে বিশ্ব অলিম্পিয়ার্ডে বাংলাদেশে জায়গা করে নেবে বলে আশা অংশগ্রহকরারী ও আযোজিকদের।