ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

তুরিনোকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৪৫ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার

ইতালিয়ান কাপে জয় পেয়েছে এসি মিলান। তুরিনোকে ২-১ গোলে হারিয়েছে তারা। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পরে এসি মিলান। ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড আন্দ্রেয়া বেলোটি। প্রথমার্ধে ১-০তে এগিয় থেকে বিরতিতে যায় তুরিনো। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে এসি মিলান। ৬১ মিনিটে মিডফিল্ডার জুরাজ কুকা গোল করে দলকে সমতায় ফেরান। এর দুই মিনিট পরেই মিডফিল্ডার বোনাভেন্টুরা গোল করলে জয় নিশ্চিত হয় এসি মিলানের।