মানবিক গুণাবলীর শিক্ষা পরিবার থেকে নিতে হবে
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার
মানবিক গুণাবলীর শিক্ষা পরিবার থেকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
শুক্রবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়নে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে তারা এ’কথা বলেন। স্বাধীনতার এত বছর পরও শিক্ষানীতির বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য থাকলে, তা জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে বলেও মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।