ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

প্রকৃতি ও জীবন ক্লাব চট্টগ্রামের উদ্যোগে সমাবেশ এবং বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার

প্রকৃতি ও জীবন ক্লাব চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ এবং বর্ণাঢ্য র‌্যালি। নগরীর চেরাগী পাহাড় চত্বরে প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। র‌্যালি উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সামশুল আরেফিন। এ’সময় বক্তারা দূষণের কবল থেকে মানব সমাজকে রক্ষায় জীব বৈচিত্র রক্ষা এবং গণসচেতনতা বাড়ানোর আহবান জানান। পরে বের হয় র‌্যালি।