ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙামাটি শাখার সংবর্ধনা ও কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার

মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙামাটি শাখার সংবর্ধনা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শহরের আসামবস্তিতে মারমা সাংস্কৃতিক সংসদ মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন মারমা স্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি চাথোয়াই মারমা। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। এছাড়া, অনুষ্ঠানে মারমা স্টুডেন্টস কাউন্সিলের নেতাকর্মীসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মারমা সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।