ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

স্মার্টফোনের ফুল চার্জ মাত্র ১৭ মিনিটে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ০৪:১১ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার

প্রযুক্তির যুগে একের পর এক নতুন উদ্ভাবন চলে আসছে মানুষের হাতে। এরকমই একটি উদ্ভাবন বলছে ফোন চার্জে দিয়ে আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হবে না। মাত্র ১৭ মিনিটেই আপনার স্মার্টফোনটি ফুল চার্জ হয়ে যাবে! 100W Super Charge Turbo প্রযুক্তি অল্প সময়ের মধ্যেই ৪,০০০ mAh ব্যাটারি চার্জ করতে সক্ষম।

সম্প্রতি মোবাইল ব্রান্ড শাওমি একটি সম্মেলন ইঙ্গিত দিয়েছে, আগামী বছরের (২০২০) শুরুতেই বাজারে চলে আসবে 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তিসহ স্মার্টফোন।

মনে করা হচ্ছে, শাওমির এমআইমিক্স ফোর ফোনে প্রথম এই 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানায়নি সংস্থাটি। চীনে আপাতত রেডমি কে ৩০ ফাইভ জি লঞ্চের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে শাওমি।

জানা গেছে, শুধু শাওমি নয়, ২০২০ সালের শুরুতে Super Charge Turbo চার্জিং প্রযুক্তি যুক্ত হতে চলেছে ভিভোর আর একটি স্মার্টফোনে। আগামী বছর 120w Super Charge Turbo চার্জিং প্রযুক্তিসহ বাজারে আসতে চলেছে ভিভোর স্মার্টফোনও। ভিভোর ওই ফোনটির ৪,০০০ mAh ব্যাটারি মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে!

এএইচ/