১৭ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারি পরিষদ এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার
সতের থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারি পরিষদ এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়নে এই সম্মেলন হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য কাজ করেছেন। বিএনপি-জামায়াত জঙ্গি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেটা হতে দেয়নি বলেও মন্তব্য করেন বক্তারা।