ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার ফাউন্ডেশন’

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার

হত দরিদ্রদের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার ফাউন্ডেশন’। শুক্রবার সকালে নগরীর হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প’র মাধ্যমে এ চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, থাইরয়েড, কিডনি, হৃদরোগীসহ প্রায় ২০০ জনকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান জিন্নাত আলীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।