মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবস উপলক্ষ্যে রাউজানে তাঁর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবস উপলক্ষ্যে রাউজানে তাঁর ভাস্কর্যে শ্রদ্ধা জানানো হয়।
দলের নেতাদের নিয়ে সকালে শ্রদ্ধা জানান রেলপথ মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরী। পরে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গার্লস গাইড ও স্কাউটদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।