বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব এবং সংস্কৃতি বিনিময়ের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার
বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব এবং সংস্কৃতি বিনিময়ের বছরব্যাপী কর্মসূচি উপলক্ষে প্রথম ছয় মাসের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। সংস্কৃতি বিনিময়ের অংশ হিসেবে চীনের ৩৫ সদস্যের একটি দল ১৫ ও ১৬ জানুয়ারি জাতীয় নাট্যশালায় ২টি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবে। এছাড়া, সংস্কৃতির বিভিন্ন শাখায় প্রশিক্ষণ, বিশেষজ্ঞ বিনিময়, অনুবাদ গ্রন্থ প্রকাশ, কারিগরি সহায়তা প্রাধান্য পাবে এই কার্যক্রমে।