ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

এডিবির প্রেসিডেন্ট হলেন মাসাৎসুগু আসাকাওয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাসাৎসুগু আসাকাওয়া এশিয়া উন্নয়ন ব্যাংক’র (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আগামী ১৭ জানুয়ারি তিনি দশম প্রেসিডেন্ট তোহিকো নাকাওয়ের স্থলাভিষিক্ত হবেন বলে প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়। 

এডিবির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে আছেন দক্ষিণ কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হং নাম-কি। 

বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক আর্থিক ও উন্নয়ন খাতে আসাকাওয়ার ব্যাপক ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগর গঠনে লক্ষ্যের দিকে এডিবিকে ভালোভাবে পরিচালিত করবে। 

৬১ বছর বয়সী আসাকাওয়া আন্তর্জাতিক বিষয়ক উপ-অর্থমন্ত্রীসহ জাপানের অর্থ মন্ত্রণালয়ে একাধিক জ্যেষ্ঠ পদে অধিষ্ঠিত ছিলেন। প্রায় চার দশকের কাছাকাছি ক্যারিয়ারে উন্নয়ন নীতি, বৈদেশিক মুদ্রা বাজার ও আন্তর্জাতিক কর নীতির ক্ষেত্রে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত টোকিও বিশ্ববিদ্যালয়ে এবং ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত সায়তামা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮১ সালে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৮৫ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ অর্জন করেন।

এমএস/