ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

রাজবাড়ীতে সোশ্যাল মবিলাইজেশন ক্যাম্পেইনের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০১ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

রাজবাড়ী পৌরসভায় বাস্তবায়নাধীন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পের আওতায় মাসব্যাপী জনসচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে সোশ্যাল মবিলাইজেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। বক্তৃতা করেন রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডাঃ আবুল হোসেন কলেজের প্রভাষক শামিমা আক্তার, এনজিও রাস-এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান, প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রজেক্ট ম্যানেজার সাইফ মঞ্জুর আল ইসলাম, স্যোশ্যাল মোবিলাইজেশন অফিসার আল আমিন, সহকারী প্রকল্প কর্মকর্তা রফিকুজ্জামান প্রমুখ। 

সভায় জানানো হয়, মানুষের মল-মূত্রকে সম্পদে পরিণত করা হবে। এসব বর্জ্য থেকে সার, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করা হবে। 

কেআই/এসি