নিলস এরিক জনসনের জন্মদিন আজ
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:০৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার
নিলস এরিক জনসন সুইডেনের পেশাদার ফুটবলার। বর্তমানে খেলছেন এআইকে ক্লাবে ডিফেন্ডার হিসেবে। ১৯৮০ সালে আজকের এইদিনে সুইডেনের স্টকহোম শহরে জন্মগ্রহন করেন তিনি। খুব কম সময়ে ফুটবলে দারুন নৈর্পূণ্য দেখিয়ে জায়গা করে নিয়েছে সমর্থকদের মনে।
পুরো নাম নিল্ধসঢ়;স এরিক জনশন। তবে, সবার কাছে নিলস নামেই বেশি পরিচিত এই সুইডেন ফুটবলার। ফুটবল ক্যারিয়ারে পথ চলা শুরু হয় আইএফকে ক্লাবের সঙ্গে। এরপর এক মৌসুম খেলেন এআইকে ক্লাবে। এরপর ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত খেলেন বায়ার্ন মিউনিখ ক্লাবে।
বায়ার্ন মিউনিখ ক্লাবের হয়ে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়সভিত্তিক দলে। ১৯৯৮ সালে খেলেন বায়ার্ন মিউনিখ এ দলে। ১৯৯৯ সালে এক মৌসুমের জন্য মাঠে নামেন বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে। এরপর ২০০০ সালে যোগদেন ওয়ান এফসি নার্নবার্গ ক্লাবে।
নিলস ভালো খেলায় সুযোগ পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০১ সালে নতুন করে চুক্তিবন্ধ হন ব্লাকবার্ন রোভার্সে। এরপর ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেন লেইস্টার সিটিতে। ২০০৭ সাল থেকে এআইকে ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন নিলস। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ।
ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছেন এই সুইডেন ফুটবল তারকা। খেলেন সুইডেন অনূর্ধ্ব- ১৬, ১৮ ও ২১ দলে। ২০০২ সালে সুইডেন জাতীয় দলের হয়ে মাঠে নামেন নিলস এরিক।