ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

এডুকেশন হাব ও সিটি ব্যাংকের মধ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ০৫:২২ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার সময়, সম্ভাব্য শিক্ষার্থীদের উদ্বেগ থাকা সাধারণ বিষয়। উদ্বেগের প্রথম কারণটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি নিয়ে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ভর্তির কিছু শর্ত থাকে, বিষয় এবং ডিগ্রির ওপর নির্ভর করে শর্ত সমূহ। ভর্তির পরই উদ্বেগের অন্যতম কারণ টিউশন ফি প্রদান, আবাসন খরচ ও বিবিধ বিষয়ে।

সম্প্রতি এডুকেশন হাব লিমিটেড ও দ্যা সিটি ব্যাংক লিমিটেড শিক্ষার্থীদের এমন সব উদ্বেগের সমাধান প্রদানে একমত হয়ে চুক্তিবদ্ধ হয়েছে।

দ্যা সিটি ব্যাংক লিমিটেড কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকটির হেড অফ স্টুডেন্ট ব্যাংকিং মোহাম্মদ সাইফুল সিরাজ, এডুকেশন হাবের হেড অফ অপারেশন আব্দুল্লাহ আরাফাত এবং উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এডুকেশন হাবের হেড অফ অপারেশন বলেন, স্বল্প সময়ে, নির্ভুলভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা ও স্কলারশিপ গ্রহনের শ্রেষ্ঠ সহযোগী হয়ে এডুকেশন হাব নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এসি