পদ্মা সেতু চালুর আগেই সংযোগ সড়কের সুবিধা
প্রকাশিত : ১০:০৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১০:০৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার
পদ্মা সেতু চালুর এক বছর আগেই, এর সংযোগ সড়কের সুবিধা পেতে যাচ্ছে, এই পথে চলাচলকারী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এরিমধ্যে, কাওড়াকান্দি ঘাট, কাঁঠালতলীতে স্থানান্তর হয়েছে। ১৫ জানুয়ারি উদ্বোধন হচ্ছে এই নতুন ঘাট। এরফলে, যেমন কমবে সময়, তেমনি সাশ্রয় হবে জ্বালানী।
মুন্সিগঞ্জের মাওয়ায় দেড় কিলোমিটারের সংযোগ সড়ক, টোল প্লাজা নির্মাণ সহ সার্বিক প্রস্তুতি শেষ। এই পথ ধরেই মাদারীপুরের জাজিরামুখী যানবাহন উঠবে, মূল পদ্মা সেতুতে।
একইচিত্র পদ্মার জাজিরা প্রান্তেও। সেতু পার হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনগুলো মূল সড়কে যেতে, সাড়ে ১১ কিলোমিটারের সংযোগ সড়কের মধ্যে সাড়ে ৮ কিলোমিটারের কাজ শেষ।
এর, সাথে যোগ করা হয়েছে, এলজিইডি ও মহাসড়ক বিভাগের ৬ কিলোমিটারের একটি সার্ভিস সড়ক। যা দিয়ে, কাঁঠালবাড়ি ঘাটকে যুক্ত করা হয়েছে। পাঁচ কিলোমিটার দূরের কাওড়াকান্দি ঘাটকে এগিয়ে আনা হয়েছে এখানে। লক্ষ্য, মূল পদ্মা সেতু চালুর আগেই, সংযোগ সড়কের সুবিধা দেয়া।
এরফলে ফেরি চলাচলের ক্ষেত্রে সময় কমবে একঘণ্টা। ২৯ একর জায়গা জুড়ে নির্মিত এই ফেরিঘাটটি চালু হচ্ছে, ১৫ জানুয়ারি।
পদ্মা সেতু নির্মাণে নদী শাসনের জন্য কাওড়াকান্দি ঘাটের স্থানান্তর জরুরি ছিল বলে জানান সংশ্লিষ্টরা।