ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা জানিয়েছেন ট্রাম্প

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৩:৪১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার

  রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা জানিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও বলেন তিনি। বাণিজ্য ইস্যুতে শর্ত মেনে নিলে চীনকেও কাছে টানবেন বলে আভাস দিয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় হ্যাকিংসহ নানা ইস্যুতে বিতর্কের পরও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, জঙ্গি দমনসহ অন্য ইস্যুতে সাড়া পেলে রাশিয়ার ওপর ওবামা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাববেন। এ’ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। পাল্টাপাল্টি হুঁশিয়ারির পরও চীনের ব্যাপারে এবার কিছুটা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ট্রাম্প। বলেছেন, ব্যবসা-বাণিজ্যে সুবিধা পেলে তাইওয়ান ইস্যুতে ‘এক চীন নীতি’ নিয়ে নতুন করে ভাববেন তিনি। রাশিয়ার হ্যাকিং ইস্যুতে এবার সিনেট কমিটির তদন্তের মুখে পড়তে যাচ্ছে নির্বাচনকালীন সময়ে ট্রাম্পের সহযোগী, এফবিআই ও জাস্টিস ডিপার্টমেন্ট। এ’ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ট্রাম্প। দায়িত্ব নেয়ার ৯০ দিনের মধ্যে হ্যাকিং নিয়ে নিজেই প্রতিবেদন প্রকাশের প্রতিশ্র“তি দিয়েছেন তিনি।