চট্টগ্রামে বারি জাতের শিম ও আমের চাষ
প্রকাশিত : ১০:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১০:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার
চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নতুন উদ্ভাবিত বারি জাতের শিম ও আমের চাষ। কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, কম খরচ ও স্বল্প পরিসরে নতুন এই জাতের শিম চাষ করা সম্ভব। পতিত জমির পাশাপাশি, চাষ করা যাবে বাড়ির ছাদেও। আর নতুন উদ্ভাবিত বারি জাতের আম পাওয়া যাবে সারা বছর। নতুন উদ্ভাবিত এ’সব জাত শিগগিরই কৃষকদের মধ্যে ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।
চট্টগ্রামের পাহাড়তলি কৃষি গবেষণা কেন্দ্রের মাঠে লাগানো হয়েছে নতুন উদ্ভাবিত বারোমাসি বারি-১১ জাতের আমের চারা।
বারি-১১ জাতের এই আম গাছে বছরব্যাপী ফুল ও ফল পাওয়া যায় বলে জানান কৃষি কর্মকর্তারা।
আর ছোট ছোট বাঁশের খুটিতে ঝুলে আছে বারি-৫ জাতের শিম। মাত্র ৩৫ থেকে ৪৫ সেন্টিমিটার উচ্চতার মাচায় শিম গাছে থোকায় থোকায় ঝুলে আছে শীতের সবজি শিম। কৃষি কর্মকর্তারা জানালেন, নতুন উদ্ভাবিত শিম গাছে ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে ফুল আসে। পতিত জমি কিংবা বাড়ির ছাদেও এই শিমের চাষ করা যায় বলে জানান কৃষি গবেষকরা।
গবেষকরা জানান, নতুন উদ্ভাবিত বারি-৫ জাতের শিম গাছের উচ্চতা কম হওয়ায় স্বল্প পরিসরে এবং বাড়ির ছাদেও বাগান করা যায়।
নতুন উদ্ভাবিত বারি-১১ জাতের আম ও বারি-৫ জাতের শিম কৃষকদের মধ্যে দ্রুত ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।