ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

ওবামার স্বাস্থ্যনীতি বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৪৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার

ওবামার স্বাস্থ্যনীতি বাতিলে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে মার্কিন কংগ্রেস। এরইমধ্যে এ’ সংক্রান্ত বিল উত্থাপন হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষে। ওই বিল পাশ হলে ওবামাকেয়ার বাতিলে প্রশাসনিক কোন বাধা থাকবে না। তবে, ওবামাকেয়ার বাতিল হলে, স্বাস্থ্যসেবায় যে সংকট তৈরি হবে নিয়ে চিন্তিত কংগ্রেসে উভয় দলের সদস্যরা। এ’ নিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। দুই কোটির বেশি মার্কিনীর চিকিৎসা সেবাদান সংক্রান্ত এ’ আইন বাতিল নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন বাড়ছে। এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার হ্যাকিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে সিনেট প্যানেল।