ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় নিহত ৯, আহক ১০

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১১:১৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার

  সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, নওগাঁ ও সাভারে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে ভোর ৫টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় ১০ জন। গুরুতর আহত ৩ জনকে ঢাকায় পাঠানো হলে আরো ২ জনের মৃত্যু হয়। এদিকে, নওগাঁর আত্রাইয়ে ট্রাক চাপায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। এছাড়া, সাভারের নিরিবিলিতে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বাবা।