ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

সুস্থধারার সংস্কৃতি এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান

প্রকাশিত : ১১:১১ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১১:১১ এএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার

বর্তমান সরকার সুস্থধারার সংস্কৃতি এগিয়ে নিতে কাজ করছে। এ’জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পল্লীকবি জসিম উদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় জসিম পল্লীমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানান। জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী পল্লীমেলা শুরু হয়েছে। মেলায় ১৬৫টি স্টল রয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর জসিম মঞ্চে থাকছে বিভিন্ন নাট্য ও গানের দল এবং সাহিত্য সংগঠনের মনোরম পরিবেশনা।