ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

দুর্নীতির কারণে বাণিজ্য খাতে প্রতিযোগিতা বিঘ্নিত হচ্ছে; আইন করার তাগিদ: আতিউর রহমান

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার

দুর্নীতির কারণে বাণিজ্য খাতে প্রতিযোগিতা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে এ’ বিষয়ে আইন করার তাগিদ দিয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে ক্যারিয়ার ইন ল’ শিরোনামে সেমিনারে তিনি এ’সব কথা বলেন। শেয়ার বাজার সহ বিভিন্ন বাণিজ্যিক খাতে আইনের প্রয়োগ না থাকায় দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর আতিউর রহমান। সেমিনারে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিগ্রস্তরা সব সময় দুর্নীতির দায় অন্যের উপর চাপাতে চায়। এক্ষেত্রে আত্মসমালোচনার তাগিদ দেন তিনি।