ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ফোনালাপ ফাঁস নিয়ে যা বললেন ভিপি নুর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার

‘১৩ কোটি টাকার নির্মাণ কাজ’ বিষয়ে ফাঁস হওয়া ফোনালাপের কণ্ঠটি নিজের বলে স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। তবে ফোনালাপটির কিছু অংশ সাজিয়ে-গুছিয়ে প্রকাশ করা হয়েছে বলে দাবি নুরের।

মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস করা হয়। এরপর রাতে ফেসবুকে লাইভে আসেন ভিপি নুর। 

ফেসবুক লাইভে নুর বলেন, আজ একটি ফোনালাপ ফাঁস হয়েছে, সেখানে এমনভাবে বলা হয়েছে যে আমি কোনও টেন্ডারের তদবির করছি কিংবা আরেকজন প্রবাসীর কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছি। তবে আসলে আমাদেরকে হেয় করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, ফোনালাপের কিছু অংশ সাজিয়ে-গুছিয়ে প্রচার করা হয়েছে, যাতে মানুষের মনে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়।

১৩ কোটি টাকার কাজের বিষয়ে নুর বলেন, ‘আমার আন্টির কনস্ট্রাকশনের ব্যবসা আছে। তার একটি কাজের ব্যাংক গ্যারান্টি দেওয়ার সময় শেষের দিকে ছিল। সময় শেষের মাত্র দু’দিন আগে ফোন দিয়ে তিনি জানান যে- আমি কাউকে দিয়ে ব্যাংক গ্যারান্টি করিয়ে রাখতে পারবো কিনা। তখন আমি আমার পরিচিত একজন যিনি কনস্ট্রাকশন ব্যবসায় জড়িত, তাকে বলেছিলাম যে এরকম ১৩ কোটি টাকার কাজের ব্যাংক গ্যারান্টি দিতে পারবে কিনা। আমার আন্টির সঙ্গে এরকম অনেক কথা হয়েছে। সেখান থেকে কিছু অংশ সাজিয়ে প্রোপাগান্ডা চালাতে ছড়ানো হচ্ছে। এটি আমার পরিবারিক ব্যবসায়িক বিষয়। এখানে কাউকে ঘুষ কিংবা তদবির, দুর্নীতি বা তোষামোদী করেছি এ ধরনের কিছু নেই।’

টাকা নেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, একজন লোক আমাকে বলছিল যে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করবে। এখন আমি ডাকসুর ভিপি, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক, আমার ফোন নম্বর অসংখ্য মানুষের কাছে আছে। এখন ছাত্রলীগের কিংবা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফোন দিয়ে বলতে পারে ‘ভাই আমি আপনাকে হেল্প করবো’ ‘পাঁচ কোটি টাকা দেব’। কিন্তু সেখানে আমার রিপ্লাই কি ছিল, সেটা আপনাদের শুনতে হবে। সে হিসেবে একজন প্রবাসী লোক আমাকে ফোন দিয়ে বলছে যে, আমাকে হেল্প করতে চায়। তখন আমি বলেছি অপরিচিত লোকের কাছ থেকে আমি হেল্প নেব না। এখানে আমরা কিন্তু তার কাছ থেকে কোনও আর্থিক সুবিধা নেইনি। আমি জানি যে এদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষের বেডরুম পর্যন্ত নজরদারি, সুতরাং আমরা নরমাল কথা বলবো।

এ সময় ভিপি নুর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি শুধুমাত্র ব্যাংক গ্যারান্টির জন্য আমার পরিচিত একজনের সঙ্গে কথা বলেছি। এখানে কোনও অন্যায় হয়নি, অনিয়ম হয়নি। একজন লোক বলেছে হেল্প করবে, আমরা তো চাইনি তার কাছে। সুতরাং আমি যদি দোষী হই পূর্ণাঙ্গ ফোনালাপ ফাঁস করতে হবে। সেখানে যদি আমার বিরুদ্ধে অপ্রীতিকর কিছু থাকে, তা নিয়ে নিউজ করতে পারেন। কিন্তু গণমাধ্যমে পুরো বিষয় সম্পর্কে ধারণা না দিয়ে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার কেন করলো সেটা আমার বোধগম্য নয়। এটা এক ধরনের হলুদ সাংবাদিকতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্মানহানির জন্য সংসদ প্ররিবেশন করা হয়েছে দাবি করে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

এদিকে ওই ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ভিপি নুরুল হকের নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা মঞ্চের একাংশ।

বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে ভিপি নুরের কক্ষে তালা দেয়া হয় এবং তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

এছাড়া মানববন্ধনে নুরের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়।

এসময় বক্তারা বলেন, ‘ডাকসুর ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় ভিসিকে স্মারকলিপি দেয়া হবে বলে জানান তারা।’