ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

ছাড়পত্র পেয়েছে ‘মায়া দ্য লস্ট মাদার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার

মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’ মুক্তির জন্য প্রস্তুত হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি অনুদান প্রাপ্ত এ চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারিতে শুটিং শুরু হওয়া এ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। 

মায়া দ্য লস্ট মাদার’র গল্পটা দারুণ বলে অভিহিত করলেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, ‘গ্রামের একজন সংগ্রামী নারীর জীবনচিত্র তুলে ধরা হয়েছে এতে। ছবির প্রধান চরিত্রে দর্শক আমাকে দেখবেন। আর চরিত্রের কথা যদি বলি, এটা বেশ চ্যালেঞ্জিং ছিল।’

২৭ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার ইচ্ছার কথা জানালেন পরিচালক মাসুদ পথিক। তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরেই ছবিটি মুক্তি দেব। আগামীকাল বৃহস্পতিবার তারিখ চূড়ান্ত করা হবে।’

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিটি।

এতে জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী প্রমুখ। 

এমএস/আরকে