ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

আগামী ১৯ জানুয়ারী মহা সমাবেশের ডাক দিয়েছে চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জমা’আত

প্রকাশিত : ০৬:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার

মিয়ানমারে চলমান নির্যাতনসহ বিশ্বব্যাপি ইসলাম ও মুসলিম বিরোধি চক্রান্ত বন্ধের প্রতিবাদে আগামী ১৯ জানুয়ারী  মহা সমাবেশের ডাক দিয়েছে চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জমা’আত। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ারা জানান, ওই দিন লালদীঘি ময়দানে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দমন এবং সন্ত্রাস- জঙ্গিবাদ রুখতে এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি । এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের চট্টগ্রামের সভাপতি মাওলানা এম এ মতিনসহ অন্যন্য নেতৃবৃন্দ।