চট্টগ্রাম বন্দর ও ইপিজেড এলাকার যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:২৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার
চট্টগ্রাম বন্দর ও ইপিজেড এলাকার যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
সকালে পতেঙ্গো হালিশহর নাগরিক পরিষদের আয়োজনে সিইপিজেড মোড়ে এ কর্মসূচি থেকে ডিপো শহরের বাইরে সরিয়ে নেয়া, পাকিং বন্ধ করা, ভারি যান রাত ১০ টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলাচল, ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানোসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। অবিলম্বে যানজট নিরসনে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন তারা।