মালিক-শ্রমিক সুসম্পর্ক থাকলেই ব্যবসায় সফলতা আসা সম্ভব: সিটি মেয়র
প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার
মালিক-শ্রমিক সুসম্পর্ক থাকলেই ব্যবসায় সফলতা আসা সম্ভব বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সকালে খাতুনগঞ্জ এলাকায় চাক্তাই-খাতুনগঞ্জ শ্রমিক কল্যান ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, নিজেদের স্বার্থেই মালিক পক্ষকে শ্রমিকের ন্যায্য মজুরী নিশ্চিত করতে হবে। তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সফর আলী, কাউন্সিলর হারুন উর রশিদ, সমিতির সাধারণ সম্পাদক আবসার উদ্দীনসহ অন্যান্যরা।