ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

চট্টগ্রামে শেষ হলো দুই দিনের মোজো পিঠা উৎসব

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:২৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার

চট্টগ্রামে নানা আযোজনে শেষ হলো দুই দিনের মোজো পিঠা উৎসব। নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। এতে দেশের বিভিন্ন অঞ্চলের বাহারি পিঠা নিয়ে আসেন অনেকে। অনুষ্ঠানে পিঠাপ্রেমীদের নিয়ে আয়োজন করা হয় ‘মোজো পিঠা খাদক’ প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাঙ্গালি সংস্কৃতিকে তুলে ধরতে এই উদ্যোগ বলে জানান আযোজকরা।