সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০১:৪৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার
কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় ২ নারী নিহত ও এক শিশুসহ আহত ২ এবং কুড়িগামের রাজারহাটে নিহত ১।
ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার চান্দিনা বাস স্টান্ডের পাশে পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো দুজন নারী ও ১ শিশুকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ নারী নিহত হয়। আহতদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হয়। পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করে। অপরদিকে কুড়িগ্রামের রাজারহাটে লালমনিরহাট থেকে আসা একটি পিকআপ ভ্যান গাছের সাথে ধাক্কা লাগে, এতে ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী শফিক ঘটনাস্থলেই নিহত হয়। রাজারহাট থানার অফিসার ইনচার্জ জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে তার বাড়ী লালমনিরহাট।