ভালুকার একটি বানিজ্যিক মার্কেটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি দোকান
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০১:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার
ভালুকার একটি বানিজ্যিক মার্কেটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি দোকান।
ফায়ারসর্ভিস জানায়, গত রাত ১১দিকে কাশর চৌরাস্তার হক মিয়ার বানিজ্যিক মার্কেটের একটি মুদি দোকানে প্রথম আগুন লাগে। মূহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এসময় দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভালুকার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।