ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

আল হাসান জুয়েলার্সের মালিককে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালঙ্কার লুট

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০১:৩৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার

বগুড়া শহরের নিউমার্কেটে আল হাসান জুয়েলার্সের মালিককে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে অবশ্য পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। পুলিশ জানায়, গত রাতে মাইক্রোবাস করে এক দল ডাকাত দোকানের ভিতরে ঢুকে দোকান মালিক গুলজারকে গুলি করে। এ সময় মার্কেট এলাকায় ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণও ঘটায় তারা। এক পর্যায়ে মার্কেটের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। একই সঙ্গে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও মালমাল উদ্ধার করা হয়।