ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০১:৫১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার

দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। এদিকে পরিবহন সংকটে মোনাজাত শেষে ঘরে ফিরতে দুর্ভোগে পড়েন মুসল্লিরা। তবে ২১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রেলওয়ে। আমিন!! ছুম্মা আমিন- লাকো মুসল্লীর ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। দুনিয়ার শান্তি আর আখেরাতে মুক্তির লক্ষ্যে আকাশের পানে একসঙ্গে হাত তুলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ। বেলা ১১টার কিছু পর পর শুরু হয় মোনাজাত। প্রায় আধ ঘণ্টা ধরে মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও পরকালীন মুক্তি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন, তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বী দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ। এর আগে মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে উপস্থিত মুসল্লীরা ছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্নস্থান থেকে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। জনতার স্রোত ছিল তুরাগ তীর মুখী। পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নেন ইজমেতায়। নিরাপত্তায় শুরু থেকেই তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী। আখেরি মোনাজাত উপলক্ষে নেয়া হয় বাড়তি ব্যবস্থা। এদিকে মুসল্লিদের যাতায়াত সহজ করতে ২১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মানাজাতের পর ঘরে ফেরা জনতার স্রোত নেমে আসে রাস্তায়। পরিবহন সংকটে দুর্ভোগে পড়তে হয় তাদের। এর আগে ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার শেষ দিনের কর্মসূচি। বিশাল শামিয়ানার নিচে বসে মুরব্বীদের হেদায়েতি বক্তব্য শোনেন মুসল্লিরা। পরকালীন মুক্তির লক্ষ্যে দুনিয়ার দুঃখ-কষ্টকে তুচ্ছ জ্ঞান করেন তারা।