ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের প্রবীন নেতা জন লুইসকে কটাক্ষ করে তোপের মুখে ট্রাম্প

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০১:৫৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার

যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের প্রবীন নেতা জন লুইসকে কটাক্ষ করে তোপের মুখে পড়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ডেমোক্র্যাট নেতা জন লুইস। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না বলেও জানান। এরপরই টুইটার বার্তায় জন লুইসকে ‘বেশি কথা বলে’ উল্লেখ করে কটাক্ষ করেন ট্রাম্প। এ ঘটনা পরই ক্ষোভে ফেটে পড়েন লুইসের ভক্তরা। ওয়াশিংটনের রাস্তা নেমে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু করে কয়েক হাজার মানুষ। ১৯৬০ সালে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন লুইস। এদিকে তাইওয়ান ইস্যুতে ‘এক চীন নীতি’ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার কোনো সুযোগ নেই উল্লেখ করে ট্রাম্পকে আবারও সতর্ক করেছে চীন।