ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

অভিনেত্রী নওশাবার মামলা স্থগিতের আদেশ বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া নওশাবার পক্ষে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ রাষ্ট্রপক্ষে মামলার শুনানি করেন।

গেল বছরের আগস্টে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর দায়ে তার বিরুদ্ধে দায়ের করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার। এ মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। গত ১৯ জানুয়ারি থেকে তিনি জামিনে মুক্ত আছেন। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেইসবুক লাইভে এসে ভিভ্রান্তিকর তথ্য দিয়ে ঘটনাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ঐ দিনই রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করেন র‌্যাব সদস্যরা। গেল বছরের ৫ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

এমএস/