ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

জেকে বসেছে শীত, দুর্ভোগে পড়েছে ছিন্নমূল শিশু আর বৃদ্ধরা

প্রকাশিত : ১০:৫১ এএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:৫২ এএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার

জেকে বসেছে শীত। দেশের বিভিন্ন অঞ্চলে বইছে শৈতপ্রবাহ। কমছে তাপমাত্রা। রাজধানীতেও এখন মাঘের শীত আবহাওয়া। এতে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল শিশু আর বৃদ্ধরা। দিনটা কাটলেও রাতেটা হয়ে উঠছে দুর্বিসহ। কাঁপুনিতে কাটাছে হচ্ছে নির্ঘুম রাত। শৈত প্রবাহের আচ রাজধানীতেও। কষ্টে পড়েছে  ছিন্নমুল মানুষ। দিনভর জীবনের সাথে করা লড়াইয়ের শেষ হয় না রাতেও। ছিন্নমূল এই শিশুদের সম্বল জীর্ণ শার্ট। আগুন জ্বালিয়ে তার উত্তাপেও নির্ঘুম রাত তাদের। আছে ক্ষুধার কষ্টও। শীতার্ত বাতাস থেকে রক্ষা পেতে হত দরিদ্র অনেকেই ঠাঁই নিয়েছেন রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে। শীতের কষ্টে রাতভর তাদের অপেক্ষা কখন সকাল হবে, পাওয়া যাবে সূর্যের উষ্ণতা। শীতার্ত এইসব মানুষ প্রতিক্ষায় আছেন, আসবেন বিত্তবানেরা। দাঁড়াবেন তাদের পাশে। হাতে তুলে দেবেন একখানা শীত বস্ত্র।