ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

পাবনায় বন্দুকযুদ্ধে রাজ্জাক ডাকাত নিহত, আহত ২ র‌্যাব সদস্য

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১১:৩৮ এএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার

পাবনার সাঁথিয়ায় ডাকাতির সময় বন্দুকযুদ্ধে রাজ্জাক নামে ১ ডাকাত নিহত হয়েছে, আহত হয় ২ র‌্যাব সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতদল। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাবের দাবি, নিহত রাজ্জাক চরমপন্থি সংগঠন ‘সর্বহারা’ দলের সদস্য। এ’সময় একটি বিদেশী পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও ঘর ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার  করে র‌্যাব।