ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

মদ বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জনের জেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ব্রাহ্মণবাড়িয়ায় মদ বিক্রির দায়ে ৬ জনকে জেলে পাঠিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে র‌্যাব। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ কথা জানান। 

এর আগে রোববার (৮ ডিসেম্বর) শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে র‌্যাব। এসময় মদ বিক্রিকালে তাদের হাতেনাতে আটক করা হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন- সীতানগরের জোটন ঋষি, বিমল ঋষি, সুশীল ঋষি, শিমরাইলকান্দির বিমল ঋষি, সুবল ঋষি ও সজল ঋষি।  

এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আনন্দবাজারে অভিযান চালিয়ে এ সকল  মদ বিক্রিকালে তাদের আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকী।

এআই/