ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

লড়াইের আগে বঙ্গবন্ধুর বাড়িতে মাশরাফি-তামিমরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

বঙ্গবন্ধুর বাড়িতে মাশরাফি-তামিমরা

বঙ্গবন্ধুর বাড়িতে মাশরাফি-তামিমরা

রোববার (৮ ডিসেম্বর) রাতেই হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধন। মনোমুগ্ধকর পারফরম্যান্সে এ উদ্বোধনী অনুষ্ঠার মাতিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম, জেমসরা। এখন পালা মাঠের লড়াই দেখার, যা শুরু হচ্ছে ১১ ডিসেম্বর দুপুর থেকে। 

তবে তার আগেই আজ সোমবার (৯ ডিসেম্বর) ধানমণ্ডিস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতি বিজড়িত বাড়ি ঘুরে এলেন ঢাকা প্লাটুনের ক্রিকেটাররা।

এদিন দুপুরের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান ক্রিকেটাররা। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িটিও পরিদর্শন করেন তারা।

এ সময় মাশরাফির সঙ্গে ছিলেন তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভরা। দলটির প্রধান কোচ সালাউদ্দিন ও বোলিং কোচ সৈয়দ রাসেলও দলের সঙ্গে ছিলেন।

এদিকে, এবারের বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে (১১ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখী হবে সিলেট থান্ডার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নামবে রংপুর রেঞ্জার্স। তবে ঢাকা প্লাটুনের প্রথম ম্যাচ পরের দিনই। এদিন রাজশাহী রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন মাশরাফি-তামিমরা।

এনএস/