ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শোকবার্তায় অধ্যাপক অজয় রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার সকালে অজয় রায় রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। জঙ্গিদের হাতে নিহত লেখক-ব্লগার অভিজিৎ রায়ের বাবা তিনি।

চিকিৎসক ও পরিবারের সদস্যরা জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৫ নভেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন অধ্যাপক অজয় রায়। ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়লে দু’দিন পর তার কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করে দেয়া হয়।

অধ্যাপক অজয় রায় শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিরও অন্যতম প্রতিষ্ঠাতা। ভাষা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও মুক্তিযোদ্ধা অজয় রায়ের সক্রিয় অংশগ্রহণ ছিল।

একুশে পদকে ভূষিত পদার্থবিদ অজয় রায়ের দু’টি গবেষণা ইতোমধ্যে নোবেল কমিটিতে আলোচিত হয়েছে।

আরকে//