৭ খুন মামলায় রায়ে নারায়নগঞ্জবাসীর স্বস্তির নিশ্বাস
প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৪:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০১৭ সোমবার
৭ খুন মামলায় ২৬ আসামীর ফাঁসি ও ৯জনের কারাদন্ডের আদেশে স্বস্তির নিশ্বাস ফেলেছে নারায়ণগঞ্জবাসী। এ রায়ে নারায়ণগঞ্জ কলংকমুক্ত হয়েছে বলে মনে করেন তারা। একই সাথে রায় দ্রুত বাস্তবায়নের দাবি উঠেছে সব মহলে।
রায় ঘোষণার পরপরই আনন্দ মিছিল বের হয় আদালত পাড়ায়।
সন্তুষ্টি প্রকাশ করে শুভেচ্ছা বিনিময় করেন আইনজীবী আর সাধারণ মানুষ।
রায় ঘোষণার পর আনন্দে মেতে উঠে পুরো নারায়ণগঞ্জ।
তবে রায়ের দ্রুত বাস্তবায়ন নিয়ে সন্দিহান এলাকাবাসী।
৭ খুন মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান নারায়ণগঞ্জবাসী।